তোমার জন্যে পথ ঘাটে আজ,
তোমার ভাবনায় বহু ব্যস্ত !
তোমার স্ররণে মন উদাস আজ,
তোমার জগতে চোখ নষ্ট !
তোমার বুকে নয় জায়গা আজ,
তোমার হ্রদয়ের ঘর বন্ধ !
তোমার স্পর্সের অভ্যস্তে আজ,
তোমার খোজে আমি অন্ধ !
তোমার আকাশে নিক্রিষ্ট আজ,
তোমার নিয়ে লেখি ছন্দ !
তোমার অভাবে বেকারত্ব আজ,
তোমার প্রয়োজনে অযোগ্য !
তোমার স্বভাবে খিপ্ত আজ,
তোমার নজরে অসত্য !
তোমার সাহায্যে মানুষ আজ,
তোমার কাছে অমনুষ্য !
তোমার আদরের প্রিয় আজ,
তোমার সোহাগে অপ্রিয় !
তোমার আগুনে পুড়ে আজ,
তোমার অতীতের কল্নক !
তোমার শহরে ঘুরে আজ,
তোমার গলিতে শূন্য !
তোমার মুখের হাসি আজ,
তোমার আঘাত চেয়ে জঘন্য !
তোমার দুখের অশ্রু আজ,
তোমার কর্মের সত্য !
তোমার লাশে আমি নেয় আজ,
তোমার অবহেলার কষ্টে !
তোমার কবরে আমি নেই আজ,
তোমার কবর পাশে শায়িত্ব ।