আমার তপ্ত আকাশে তোমার প্রতিচ্ছবি ঘন মেঘের মতো
আমার অলস দ্বারে তোমার হাসি ভোরের আলোর মতো
তোমাকে একটু দেখতে না পেলে ভেঙে যায় এই মন
তাই আমার জীবনে তোমাকে এত প্রয়োজন!


আমি শুধু একটি দেহ, তুমি তার আত্মা ও একমাত্র হৃদয়
আমি একটি পাখি, তুমি তার মিষ্টি গান ও মুক্ত ডানা
আমি তোমাকে ও তোমার নীরব ভালোবাসা ছাড়া-
একটি নতুন দিনের কথা চিন্তা করতে পারি না!
তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি,
অভিমান করো না, লাজ করো না প্রিয়সী!


আমি একা আর তুমি বৃষ্টি ফোঁটার মতো
যেন আমার কোমল ঠোঁট ছুঁয়ে দাও,
আমি শুধু ঢেউ আর তুমি সেই ঢেউ জাগানো গভীর সাগর
আমি ওই চাঁদ আর তুমি সেই চাঁদকে আলো দেওয়া রবি।
প্রিয়, তুমি যদি আমাকে এত দূরে রাখো তবে আমি ম্লান হয়ে যাবো!


[২৪/০৭/১৮] (E-B)