এত বিরহ কেন তোমার শূন্যতা
এত অচেনা কেন তোমার মমতা
তুমি কত যে আপন জানে এই মন
কেউ জানে না সে কথা!


আমার হোক উদাস দুপুর
তোমার পায়ে বাজুক নূপুর
ও নিপুণ নৃত্যে হরষ জাগে চিত্তে
ভুলে যাই সব বিরহ ব্যাথা।


জানি না প্রিয় আমার মাঝে
তোমার বীণা কেন বাজে
ওই মধুর সুরে তাকাই ফিরে
তোমার কণ্ঠে সুখের মালা গাঁথা।


আমার গগনে ছড়াও হাসি
তাই কি তোমায় ভালোবাসি
ও হাসি মুখে ভরা কোন সে সুখে
জানি না আমি; জানে বিধাতা।