ও আমার দেশের পতি
করো না তুমি দেশের ক্ষতি
ফিরে ফিরে এসে তুমি
খেলা-ঘর করো জন্মভূমি
এ কেমন প্রেম দেশের প্রতি?


হেসে হেসে দুঃখ বাড়াও
বলো, এতে কী সুখ পাও?
হাসি চাই দেশের মানুষ,
তোমার কাছে এই মিনতি!


এ আবার কেমন বিচার
কেহ শত্রু কেহ তোমার
তোমার কাছে সবি সমান
কিসের কোটি পতি?