ঘুম ভাঙে মোর পাখির গানে
নিত্য সকাল বেলা
মন ছুটে যায় হিজল বনে
দেখি ভ্রমর খেলা।


সত্যি বলি, মুক্ত হাওয়া পেলে
তনু আমার মনে
সুখে সুখে শুধু হৃদয় দোলে
মাতি ভোরের টানে।


গিয়ে দেখি ফুল বাগানে, ফুল-
উপ্ত মাটির সনে
দূরে দেখে পল্লি-বালার চুল
ধরি আমার কানে-
ধরা পরে গেলে কী হত মান?
চর খেতাম গালে!
সব গায় উল্টো আমার গান
আমি কী দস্যি ছেলে?