আমরা তরুণ বীরের দল
আমরা জাতির শক্তি বল
আনবো তুলে সু-সকাল
চল রে তরুণ অগ্রে চল!


আঘাত করে বদ্ধ দ্বারে
ভূগত করবো বৈরী ধরে
হারবো নাকো ভয়ের ধারে
মাতবো মোরা খেয়া পারে!


জয় সুতয় বুনতে জাল
মুক্ত মোদের গগন তল।


করবো রে জয় গন্ধফুল
ভেঙে সবার মনের ভুল
বেতাল বাতে শক্ত মাস্তুল;
তরুণ মোরা বিজয় বাতুল।


দেখতে শত দিকের তল
মুঠোয় আনবো নব কাল।


মানবো নাকো অপরাধ
করবো কঠোর প্রতিবাদ
করলে বরণ শাহাদাত
পাবো তরুণ সু-সংবাদ।


আমরা ব্যস্ত তরুণ দল
আনবো কেরে রবির লাল।


চালবো বাহু জালিম নাশে
মাজলুম যারা তাদের পাশে-
থাকবো মোরা যোদ্ধা বেসে
মরণ বরণ করবো হেসে!


তরুণ তারুণ্যে চির কাল
আঁধার ভেঙে আনবো সু-তল।


ওই মঙ্গলেতে বাঁধতে বাসা
করছি ওরে জয়ের নেশা
বিশ্ব নিয়ে উদয় আশা;
মোদের পূণ্য পরে ভালবাসা!


আসুক যত দস্যু দল
থাকবো মোরা অবিরল।


প্রেমিকার কাছে মোরা
কোমল প্রণয় ঘেরা,
নিঝুম রাতেও সারা-
আকাশের ধ্রুবতারা!


আমরা সবাই তরুণ দল
করবো রে পান প্রণয় জল।


[০৪/১২/০৮]