ও নব যৌবনা এ ভাবে করো না
এ যে হলো সূচনা
কেনো তুমি বোঝ না!


আসলে অলি তোমার ফুলে
সখের মধু নেবে তুলে
একটু বাধা মানো না!


আপুর সাথে রেশারেশি
করছো তুমি একটু বেশি
আবেগ তোমার সইছে না!


পাশের বাসার ছেলেটারে
করছো মনে বারেবারে
হাসছে কত কল্পনা!


পাড়ার কোনো দস্যি ছেলে
বলবে কথা একলা পেলে
কারো ছলে মন দিও না!


করতে তোমায় রচনা
বাড়ছে মধুর যন্ত্রণা
একটু বাধা মানো না!


[২০/১১/০৮]