এসো এসো বন্ধু ওগো, চরো-
আমার প্রেমের নায়
তোমায় নিয়ে বাইতে তরি
আমর এ মন চায়!


বলবো কথা দুজন মিলে
জ্যোৎস্না ভরা চাঁদের সনে
বলবো সখা তোমর সনে
যত কথা আমার মনে।
চাঁদের আলোয় দেখবো নাচন
তোমার খোলা পায়!


এসো না এসো প্রিয়া,
আমার প্রেমের ঘাটে
বসে আছি তোমার জন্য
জোছনা নদীর তটে।
দেখবো তোমায় পরান ভরে
জ্যোৎস্না যখন পড়বে গায়!


আমি ধরবো নায়ের হাল
তোমার আঁচল হবে পাল
তোমায় নিয়ে বেয়ে তরি
কেটে যাবে চাঁদনী কাল।
আজকে শশী হাসবে সখি
যদি তোমায় সাথে পায়!


সবারে আজ দিয়ে ফাঁকি
প্রিয়, এসো আমার কাছে
তুমি আমার সাথী হবে
দোষ কী তাতে আছে।
ভাসাবো দুজন প্রেমের তরি
আনন্দের এই ধরায়!