তোমার মতো মহান প্রভু
নেই তো অন্য কেউ
তোমার মতো উদার প্রভু
নেই তো অন্য কেউ!


মাটির নিচে দামি সোনা
আবরণে শস্য কনা
তুমি দাও- ফুলে ফুলে মৌ।


রাতে চাঁদ ও তারার মেল
সূর্য হাসাও সকাল বেল
জাগাও- নদীর বুকে ঢেউ।


মেঘ ভাসাও ওই দূরাকাশে
বায়ু বহাও বনের বাঁশে;
আবার জলে ভাসাও নৌ।


প্রভু, ঝরাও তুমি বারিধারা
হয়তো আবার তীব্র খরা;
ভোরে শিশির মাখাও সবুজ ঝাউ।


পাহাড়ের ওই মিষ্টি ঝর্না
পূর্ণিমা চাঁদ, মধু জোৎস্না
সেই সবই তেমার; নেই প্রভু অন্য কেউ।