মহি পরে বর্ষে নগ্ন-বারি
বরিয়াছে তাহা নর-নারী
মাঝিহীন আজ যত তরি!


হাসছে দাঁডায়ে নিরাশ
দেখিয়া মানব হতাশ
অশ্লিলতায় ভাসে গণপুরী।


জানে না সে সত্য-ভুল
বরে না কো গন্ধফুল
চলে সে ছদ্ম বেশে
তুচ্ছ এ ক্ষণ দেশে।
কার পেছনে এই তড়িঘড়ি?


দেখিয়া এই পররূপ
তারি মাঝে হয় বিলুপ
জানি না এ কোন জাতি হেরি!