জীবনের পথে ঝড়
আসবেই বারবার
তবু পাড়ি দিতে হবে সে পথ
পদাঘাতে লয় করে হিম-বাঁধ!


এ জীবন মগ্ন অনু আশে
বাঁধ বাঁধে শুধু নিরাশে।
কোথা মেলে সুখ সে কি আর জানি,
শুধু মুছে যাক সব শোক ভরা বাণী!


শত জ্বালাময়ী বাণাঘাতে
আমি স্থীর রবোই মাটিতে
যতই আসুক ঝড়, মনে রাখবো বল।
এই মহাবিশ্বে তরুণ সব গড়ার দল!