খোলা জানালা খোলা দখিন দ্বার
খোলা এ হৃদয়, এসো না আবার!
মনে পড়ে সুখ, বৃষ্টি দিনের কথা
মনে পড়ে খুব মুখটি তোমার।


শীতের সকালে সেই দাদুর সনে
চায়ের ফাকে দেখা ওই আঁখি টেনে
মনে পরে বারবার।


অচেনা গাঁয়ে সেই ভীরু পথ চলা
আবেগে হারিয়ে কত কথা বলা
ইচ্ছে হয় ফিরে পাবার!


ছল করে তোমার- সেই অঙ্ক করা
সবার আড়াল করে এই হাতটি ধরা
মনে কী পরে তোমার?


তুমি মেঘ ঢাকা রাতে এখনও বিজলি
তোমার ভালবাসায় আজও পথ চলি
তুমি ফিরে এসো আবার!