আমি চাই না ফুল বাগিচা
গুল কর মোরে
চাই না আমি দস্যি ছেলে
অলি কর তারে।


হরষ ছড়াও আমার ঘ্রাণে
নিশীথ জাগা প্রাণে প্রাণে
স্বপ্ন মধুর ঘুম ভেঙে দাও
গন্ধগ্রহণ ভোরে।


আমি চাই-
কোমল কান্তি সুধা শান্তি
হোক না সবার প্রেম
মুছে যাক-
হিংসাচার দুর্ব্যবহার
ভেঙে যাক দর্প-ফ্রেম।


না তাকালেও আমার দুখে
আমায় হাসাও সবার সুখে।
ওগো আমার বিশ্ব পতি,
তোমার কাছে এই মিনতি
সবারে দাও আপন করে!