বাংলাদেশ, বিশ্ব মাঝে লাল সবুজের শির
হেসে হেসে দিলো জীবন লাখ শহীদ বীর
ক্ষত-বিক্ষত হলো কত প্রাণ- বজ্র গুলিতে
সবুজের মাঝে এঁকেছে রবি রাঙা তুলিতে।


তুমি লাখ যোদ্ধার ছিনিয়ে আনা অধিকার
তুমি তৃঞ্চা মেটানো জল- উষ্ণ মরু তৃষ্ণার
তুমি ছেলে হারানো মায়ের অমূল্য রতন
তুমি অগণিত শহীদের কাঙ্ক্ষিত তোরণ।


কত দুষ্কর, দুর্গম পথ- তুমি দিলে পাড়ি
রক্তে ভেজা আঁচল আজো জল-নয়নে হেরি
তোমার পুষ্পরাজি মাটিতে হয়েছে বিলীন
এখনো কাটেনি শোক এখনো মুখ মলিন!


শান্ত আকাশে এখনো- রবি কালো করে ওঠে
তোমার শাখে দেখি যেন রঙিন ফুল ফোটে
আমি তোমার মাঝে দেখি- বিশ্ব ভরা স্বপন
তোমার ধূলি গায়ে জড়ায়ে বরিবো মরণ!