মাগো, তুমি শ্রেষ্ঠ রত্ন
মাগো, তুমি প্রাণ
মাগো, তোর স্নেহে ভরা-
নিখিল ভুবন।


বাছারে কর উজাড়
আত্ম সর্বশ্রম
ধৃতি চুঁড়ায় মা, তুমি-
সবার প্রথম।


অনাহারী থেকে তুমি
খানা দাও মুখে
ভালবেসে সেরে তোল
নানান অসুখে।


মাগো, তোর সেবাতেই
স্বর্গের স্বপন
তোর চেয়ে কেহ নেই
এ ভবে আপন।


আমি ব্যাথা দিলে, তুমি-
দাও যে আদর
মোর কিছু হলে, তুমি-
হও যে কাতর !


মাগো, তুমি বুঝে নাও
নাবলা সে ভাষা
মোর দুখে কান্না যত
মোর সুখে হাসা।


আমার মাথার পরে
মায়ের চরণ-
থাকুক চির সম্মানে
সারাটা জীবন...