সব লেখা মোর কবিতা হোক
গান যদি না হয়
সব লেখা মোর কথা হোক
যদি ছন্দ না পায়।


তুমি মোর কথার অর্থ খোঁজো
যদি সুর নাহি পাও
প্রিয়, ইচ্ছে হলে আপন মনে
তোমার সুরে গাও।


যদি মোর কালির স্বপ্নে
ছবি না দেখো
তবে তোমার মতো করে
প্রিয়, কিছু স্বপ্ন এঁকো।


যেই তুলিতে স্বপ্ন আঁকি
আমার প্রেম আপনে
শুধু একটু হেসো তা যদি
ছোঁয়া জাগায় ও মনে।


মোর কথা হলে ভালো- গাও তুমি
মন্দকে দাও ফেলে
তোমার মনের মতো হবো আমি
তুমি জায়গা দিলে।


[৩১/০৫/১৮]