ও আমার জন্মভূমি
অপরূপ রূপময় তুমি
তোমার হিম হাওয়া
শিশির,ফুলের ছোয়া-
পেয়ে,ওগো ধন্য আমি!


তারায় ভরা গগন
জোছনা মাখা লগন
দেয় যে আমায় চুমি!


তাপ বেলা বট মূলে
নৌদোলা ও নদী কূলে
আমার এ মন নমি।


তোমার ধানের শীষে
আমি যেন থাকি মিশে
তোমার কোলে যেন ঘুমি...