হে নবীন, তুমি আলো ঘোর তমশার
তুমি মাধব, তুমি বিশাল বিভাশার
বৈশ্বানরসম তেজ, বিকাশো মনিষা
লাভো ধৃতিচূড়া, নির্বাহ প্রচয় নিশা!


মুছে দিতে হবে যত গণ জুলমত
তব পানে চেয়ে আছে পীড়িত উম্মত
অর্জিতে হবে তোমার সব চূড়াসন-
ওই তারুণ্যে করে ঘোটা বিশ্ব শাসন।


সাজাতে হবে ফের যা গেছে রসাতলে
গর্জক, গর্জি ওঠো, ঘুমিছো কোন কালে!
কাপাবে দাপটে লাত মানাত ওরিশ
তোমার ও কণ্ঠে ভরা মধুমাখা বিষ।


উঁচু হয়ে দাড়াও এ নিখিল ধরায়
হারালেও কাঁদে যেন সবার হৃদয়!