বিশ্ব যখন তুঙ্গে
এ অলস আঙ্গে
বাতুলের ভঙ্গে
আমরা পড়ছি বেঙে।


বিশ্বে যখন উচ্চ শিক্ষা
তখন আমরা চাচ্ছি তিতিক্ষা
বিশ্বে যখন হচ্ছে দীক্ষা
তখনও আমরা করছি ভিক্ষা!


বিশ্ব যখন উজ্জ্বল
আমরা তখনও দুর্বল
বিশ্বে যখন সকাল
আমরা তখন নিদ্রাদুলাল।


বিশ্ব যখন নতুন
আমরা সাজি প্রাঘুণ
বিশ্ব যখন তরুণ
তখন আমরা অলস-তরুণ।


এসো হে তরুণ, গড়ি-
দেশ, বিশ্ব সম করি
তারুণ্যের বাড়াবাড়ি
স্বজাতির জন্য স্মরি।


----------------------------
এই কবিতাটির ইংরেজি-
https://hellopoetry.com/poem/2196572/why-im-a-lazy-young/
আমি ইংরেজিতে Lure Pot পেন নামে লিখি।
-----------------------------------------