ওগো শহিদ, তুমি ক্ষমা করো!
তোমার ত্যাগ করিনি প্রণাম
নাজানি কত অভিশাপ করো
তোমার কাছে ক্ষমা চাইলাম!


এ হৃদয় পায়নি সজীবতা
পায়নি তো কোনো নিষ্ক সম্মান
এ যে আমার দায়িত্বহীনতা
এ আমার গুণনে; অপমান!


সেই নিষ্ক স্বপ্ন দেখি না- আমি
কেনো যানি নেই ভ্রাতৃত্ববোধ
দস্যুর হাতে পূত জন্মভূমি
শত্রুর সাথেও যে অবিরোধ!


বৈরীর সাথে হয় কোলাকুলি
সভা মগ্ন নগ্নতার উপর
মৈত্রীর সাথে হয় গোলাগুলি
পতি হয় নির্মম, স্বার্থপর!


শুধু গুণ-গান দায়িত্ব নয়;
আমি হবো তোমার স্বপ্ন-যুক্ত
এ হৃদয় যদি তোমার হয়
তবে স্বার্থক বাঙালির রক্ত!