আকাশ ভরা তারায়
জোছনা মাখা ধরায়
ফুল ফোটা এই ভোরে
ঘুম হরা ওই সুরে
পাই যেন গো তোমায়!


শিশির ঝরা এ ঘাসে
হৃদয় ছোয়া বাতাসে
পাহাড়ের ও ঝরণে
নদী ঢেউ কলতানে
পাই যেন গো তোমায়!


বৃষ্টি ভেজা কাঁচা বনে
মন দোলা মধুগানে
শরতের সাদা মেঘে
বৈশাখী মাতাল বেগে
পাই যেন গো তোমায়!


সোনালি ধানের ক্ষেতে
বসন্তের উষ্ণ বাতে
রূপসি বাংলার রূপে
পাই যেন গো তোমায়!


হে তরুণ, তুমি হবে-
আগামির ভব নভে-
অরুণ। তোমাতে জয়;
তুমি শ্রীযুগে অক্ষয়...