খুলে দেখো- দোর
ঠোট কাপা ভোর
দাঁড়ায়ে সে দ্বারে,
দেখিয়ে আদর
জড়ায়ে চাদর
বরে নাও তারে।


শীতল ঐ ঠোটে
চা যদি না ফোটে
চেয়ে প্রিয় আঁখি,
দেবে তোরে দেখা
লাজে মুখ ঢাকা
ভাবনার সখি।


ছেড়ে দিয়ে ভোর
আঁখি পেতে তোর
দেখে নিবি তারে
ভীরু ভীরু বেশে
দেয় যদি হেস
ঘুম দিবি ছেড়ে।