রক্তভেজা অঙ্গে মাগো, দাঁড়িয়ে আছি  দ্বারে
তুমি বরণ করো আমারে!
মাগো, বরণ করো আমারে!


যে কোরানের জন্য দিয়েছি জীবন
যে ন্যায়ের পথে ভিজেছে চরণ
সেসব দিয়ে গিয়েছি তোমারে;
বরণ করো আমারে!


কোরানের পথকে যে ভালোবেসে
মৃত্যুকে বরে নেয় হেসে হেসে
এমন ফুল ফুটুক মাগো, তোমার কাননে;
বরণ করো আমারে!


আমার যত আঘাত আছে
সব রেখেছি তোমার কাছে
তুমি ভাসিয়ে দিও দুঃখ ওই  মহাসাগরে;
বরণ করো আমারে!


[০৫/০৭/০৯]