হে রণবীর, কেনো স্থীর?
দেখো- অন্যায় করেছে লয়
কে অবনির?


হে রণপাল, কী হলো হাল?
পথের মাঝে সকাল সাঁঝে-
নতো কী শীর?


হে দীপ্ত তরুণ, প্রভাত অরুণ
তলবার ফেলে মিশে আছো তালে!
কে আছে বীর?


ওরে কল্যাণী, ওই দামামা শুনি
রণে হও তৈরি; উগ্র-নগ্ন বৈরী।
ভাঙো মিথ্যে নীড়!


ওগো সুশীল, দেখো অশ্লীল
অশান্ত করে নগ্নতা বরে-
নর- নারীর!


হে দীপ্ত পাপড়ি, বিলাও ধী-বারি
দেখো রাজপথ হচ্ছে খুনরথ;
বিক্ষিপ্ত শরীর!


হে বিপন্ন মাঝি, নাও পথ খুঁজি
আঁধার কু-নিশ; জাগাও এ নেশা-
পেতে হবে তীর!


ওগো ধুমকেতু, তুমি কালের সেতু
তুমি বিদ্রহী নজরুল দেশপ্রেমী ফজলুল
তুমি বীর তিতুমীর!


হে সিংহ শাবক, হে অগ্নি যুবক
কেন সুপ্ত, হও তপ্ত!
গড়ো শিবির...