ওঠো খোকা ভাঙো ঘুম
দেখো, সোনা রবি ওই
এই বাবা গালে চুম
হাতে নাও খাতা বই।


পাখি শোনো- গান গায়
বনে কত ফোটে ফুল
হিম বায়ু বয়ে যায়
বাবা, যেতে হবে স্কুল।


আয় বাবা, ওঠ ওঠ
বেলা হলো কত ক্ষণ
খেয়ে নে না ঝট ফট
কই গেলো শুভ পণ?


আরে বাবা বোকা নাকি
এত ক্ষণ ঘুমে কেউ?
আর বেশি নেই বাকি;
এই হলে পাবে বউ?


ওরে বাবা ধেতা ছেলে
কোনো কথা যায় কানে!
দেবো নাকি দুটো গালে?
ওই দেখো দাঁত গোনে।


পড়া নাই লেখা নাই
তোরে নিয়ে জ্বালা বড়ো,
আছে শুধু খাই খাই
চলে যাও যেথা পারো!


বড়ো নয়; বোকা হবে
ভালো ছেলে এই করে!
ভোর হলে পাঠে যাবে
না, দেখো সে ঘুম ঘোরে।


দুই হাত ধরি কানে
আমি বোকা নাকি অন্ধ?
সব কথা নেবো মেনে
মা, ইস্কুল আজ বন্ধ!


[১৪/০৫/১২]