দেখো তুমি আজ ডুবু ডুবু সোনাতরি
পাশে দাড়িয়ে ‘দেবল’ হাসে মন ভরি
ধৃত তরি নক্ত পথে হারে যদি দাঁড়
পথ খুঁজে নেবে না কী নদী পারাবার?


নিত্য ধর্মে সাম্য, মৈত্রী, স্বাধীনতা উপ্ত
হে ওমর, ওহে বীর, তবু কেনো সুপ্ত?
তুমি হারালে উদ্যম কোন সে পরশে?
সহিষ্ণু কি তাই, দাহো না জালিম নাশে!


ওগো সত্যধারী, দিতে হবে পাড়ি কূলে!
ফেলে তলবার মিশে আছো কোন তালে?
সতত প্রচার করো রবের ভাষণ
মনুষত্বে তুমি লও ফের সে আসন!


ও সত্য তরির মাঝি, লও মধুসাম
বিভাবরী ঘোরে ভিবা লাভো অবিরাম!