তুমি এই সৃষ্ট ধরার স্রষ্টা
তুমি সৃষ্টির আদি অন্ত দ্রষ্টা
চলছে মেনে তোমার বিধান
এই পৃথিবী আর ঐ আসমান।


তুমি দিনের বেলায় ছড়াও হাসি
যেই হাসিতে আমরা ভাসি
রাতের বেলায় গভীর কালো
কিংবা আবার চাঁদের আলো।


নিত্য নিশিথ প্রদীপ তারা
ঢাকাও আবার মেঘের দ্বারা
নীরব স্তব্ধ তিমীর সে রাত
ছড়াও আবার রাঙা প্রভাত।


তুমি সীমাহীন ক্ষমতাবান
তুমি সত্য আতি, চিরমহান।