হে তরুণ, তুমি নিত্য প্রভাত অরুণ
তল্প ছাড়িয়া কল্পো গণ কী নিদারুণ!
শেরসমা, সমীরিত, বলভি, মোক্ষম
এ বিশ্বে স্থাপো তুমি যা কল্যাণী, উত্তম!


রিক্ত সভায় তপ্তো; মুক্ত সব বাঁধন
তীক্ষ্ণ অসিতে করো অবিচার নিধন
তুমি অবাধ, নির্ভিক, দুষ্কর সৈনিক
পায়ে ঠেলে দাও সব অপসংস্কৃতিক!


অগ্নি তুমি, সিন্দু সম ও অশেষবিধ...
নীচতেজ করো না সামাজিক অবিধ!
উঁচু আকাশেই গতিশীল গ্রহ-তারা
ভেদিতে হবে সে পথ আঁধারে যা ঘেরা!


স্মরণীয় হোক তব কৃতি ও বচন
দায়িত্ব পালনে যেন হয় সমাপন!