এমন কালে আমরা করি বসবাস
শিয়াল ভয়ে পালায় দেখে পাতিহাঁস
ব্যাঙ দেখলেই সাপের বাজে বারোটা
সওয়ারীর পিঠে চরে তার ঘোড়াটা!


হরিণের থাবায় বাঘের গাল যায়
ছাগলে ভাত খায়, মানুষ কি না চায়!


ডুবে যায় যে মরুভূমি পানির তলে
মেঘের উপর পাল তোলা নৌকা চলে
গাছে বাসা বাঁধে ভাই শত শত মাছ
পাখিরা খুঁজে নেয় নদীর তলে গাছ!


মেয়ে সাজে- ছেলে; ছেলে দেখে নেই চুপ
রূপ নাই যার সেও সাজে নানা রূপ!
নিজ বাসে পিক কভু পারে কি ডিম!
পারবে কী ডিম মানুষ নামের টীম?