ধরায় ফিরে আসুক উষালগ্ন
পরিমল লোভে অলি হোক মগ্ন
প্রকৃতি পাক- নব প্রাণ
সমীরে থাক- পুষ্প ঘ্রাণ
শিশির কনা পাক রৌদ্র
কেটে যাক রাত্রি বিনিদ্র।


জেগে ওঠো হে শিথিল
লও প্রভাত অনিল
দেখ, ঐ অরুণ রবি
চঞ্চল করেছে সবি,
ছুড়ে ফেলে দাও আবরণ
নিয়ে নাও প্রভাত কিরণ
ওগো, অলস নিদ্রামগ্ন!