হয়তো মনের ভুলে
আঙিনায় খোলা চুলে
দাঁড়াবে যে দিন
আমার মরুর আঁখি
দেবে না তোমায় ফাঁকি
স্বপ্ন হবে রঙিন...


হয়তো সখার সনে
যাবে হিজল বনে-
আনতে অচেনা ফুল
আমি আড়াল থেকে
হাসবো তোমায় দেখে
করবো না কোনো ভুল…


হয়তো দুপুর রোদে
বইগুলো বুক বেঁধে
আসবে যখন
আমিও তোমার সাথে
থাকবো চলার পথে
নীরব তখন।


হয়তো সন্ধ্যা' ঘাটে
তুমিও আসবে জূটে
ধোয়াতে চরণ
তোমার পথটি দিয়ে
থাকবো আমি চেয়ে
করো না বারণ!