এমন একটা দেশ চাই
যেখানে বলতে কোন ভয় নাই
যেখানে সবার আছে সমানাধিকার
যেখানে সবাই পারে নিজ গান করিবার।


যেখানে হৃদয়ের লুকিয়ে থাকা কান্না
পুলকিত উল্লাসে জেগে উঠা বন্যা
সত্যের পৌরোহিত্যের কর্মকান্ডের স্তুতি
কুচক্রীর বেহায়া তান্ডবের নিন্দা
অকুতোভয়ে প্রকাশিতে কোন ভয় নাই।


যুগে যুগে কত কালে কত যে মহান
বলতে পারার অধিকার চেয়ে দিয়ে গেছে প্রাণ
এইতো সেদিন সবাই মিলে ভয় হীন পদচারণে
গঁন্জে নগরে রাজধানীর সব রাজপথে
এমন দেশের স্বপ্নে হেঁটেছি কত না পথ।


সে দেশের স্বরূপ আজ পিছু ফিরে দেখি, মনে জাগে ক্ষুব
কবে হবে অবসান এই রেষারেষি আর তান্ডবতার
আমার উত্তরসূরিরা পাবে কি কোনদিন সেই স্বপ্ন দেশের স্বাদ।