ঘূঘূ ডাকা গ্রীষ্মের দুপুরে
           ঝিঁঝিঁ পোকার একটানা সুরে
বনে ঢাকা উঠোনে ফড়িঙ ধরার খেলা
           সে তো কবে হয়েছে শেষ যখন ফুরিয়েছ বেলা ।


গাছের তলায়  পথের ধারে থেকে
           পাতা কাঁকর আর মাটির ঢেলা
কুড়িয়ে এনে দোকান সাজানোর খেলা
           সে তো কবে হয়েছে শেষ যখন ফুরিয়েছ বেলা ।


সেদিনের সেই খেলার সাথিরা আহারে
           কারো কারো কোন খুঁজ নেই আর
কেউ কেউ  ইহ ধাম  ছেড়ে
           গিয়াছে চলিয়া পাওয়ার অনেক  বাহিরে ।


সেই বনে বাদাড়ে  ঘেরা বাড়ী
          বালি আর পাতায় আবৃত পথ
সেই পুকুর পেরিয়ে বিস্তীর্ণ ফসলের মাঠ
          সে এখন কেবলই অতীত স্মৃতি ।


সেখানে আজ  দাঁড়িয়ে আছে
        পাঁচিল ঘেরা দালানের সারি
মেঠো পথ সেতো আর নাই
         পিচঢালা পথে চলিছে কলের গাড়ি ।


তবু মাঝে মাঝে একলা উদাসী ক্ষণে
       জাগিয়া উঠে সেই ছবি মোর মনে
বড় স্বাদ জাগে ফিরিবার তরে
       সেদিনের সেই ছেলেবেলার দিনে ।