আজ প্রবাসে বসে,
হয়তো ফাগুন আসেনা পুরানো সাঁঝে
তবুও বাংলার সেই ফাগুন
আমার হৃদয় জুড়ে বাজে।।


হয়তো আজ উঠানে আমার
নেই কোনো কৃষ্ণচূড়া
তবুও হৃদয় ভরে আছে
সেই সূর্য লাল গাছের চূড়া।।


সবুজ ঘাসে ছাওয়া বিস্তীর্ণ মাঠে
মৃদুমন্দ বয়ে চলা বাতাসে
আনমনে পাশাপাশি হেঁটে চলা
হাতে হাত ধরে মনের  কথা বলা।।


নতুন রঙের মদির আবেশে
যবে ছেয়ে গেছে বেলা
তুমি আমি মিলে উদাসী বেশে
খেলেছি কত  না খেলা।।


আজি এ সুদূরে বসে  
যবে অস্ত রাগে ডুবিতেছে  বেলা
স্মৃতির গগনে বারে  বারে  জাগে
সেই ফাগুনের রঙের মেলা।।


হয়তো আবার আসিব ফিরিয়া
কাটাবো জীবন সেই সবুজের দেশে
অবহেলা ভরে যাবনা ছেড়ে
রাখিব জড়ায়ে চিরকাল বক্ষ পাশে।।


সেদিন তোমারে খুঁজিয়া ফিরবো
বাংলার আকাশে বাতাসে
যদি দেখা পাও চিনে নিও মোরে
আপন করিও  যতনে ভালোবেসে।।


আবার আসিবে বসন্ত
বসিবে ফাগুনের মেলা
তোমাকে ঘিরিয়া রচিব গান
পরাইব রঙিন ফুলের মালা।।