বাস, ট্রেন, লঞ্চে
গাদাগাদি, ঝুলে, ছাদে
একটাও লাশ নয়
কাটা বা ছিটকে পড়ে
বা সলিলে সমাধি রচে,
উচ্ছ্বাস আর আকুতি বুকে
যদি নিরাপদে ফিরত সবাই
মায়ের কোলে।
নতুন জামা পারেনি দিতে
অভাবী পিতা, লজ্জিত অশ্রু
যদি সন্তানের বুক না ভেজাত।
কানের দুল, পুতির মালা
লাল ফিতা, রেশমি চুড়ি
যদি পারত দিতে আদুরে বোনকে
ঈদের চাঁদ উঠত ভাইয়ের চোখে-মুখে।


যদি গাজায় নারী, শিশু, যুবা, বুড়ো
পুড়ত না একটি প্রাণ,
অহিংস দেশে ছড়াত না জাতি বিদ্বেষ,
শিবসেনারা পুড়ত না ঘর,
ভাঙ্গত না মন্দির বাংলায় আর কেউ,
যদি সবাই গলাগলি ধরে বলতে পারত
খোশ আমদেদ্ ঈদ মোবারক।