খুব দেখতে ইচ্ছে করছে তারে
লুকিয়ে রয়েছে নয়নের ভেতরে,
দেখাব তারে তার কী রূপ_
দেওয়ানা আমায় করে,
চোখে আমার প্রতিচ্ছবি তার
হিংসে করবে নিজেই নিজেকে।


ভালো বাসো তো আমায়
যতটা বাসতে ভালো শুরুতে,
কাঁদো কি এখনো
ডেকে কাছে পাওনা বলে?
কাঁদাতে চাই না তোমায়
যেমন চাইনি  আগে,
তোমার ভেতর আমার অভাব
আমার প্রেমের বড় হাতিয়ার,
তোমার বোধ, অভিমান -অনুযোগ
মনে হয় এখনো আছি বেঁচে!


দিয়েছি তো সব
পেয়েছ কতটুকু?
শ্বাস যায় রুদ্ধ হয়ে
নিজেকে যখন রাখো চেপে,
ভুল বুঝো না
যাবতীয় সব চলছে আমার
তোমায় ঘিরে।
যদি গো কখনো যাও চলে
যাতনা লাগব হবে কি গো
স্বর্গ বাসে?