অভিমানে তুমি ফিরিয়ে দিয়েছো কতকাল আগে?
আমার ফিরে আসা পথের সহজ ঠিকানা!
অবহেলার আত্মরতিতে দেখেছো তুমি কতদূরে-?
এমন আষাঢ়ে ভাঙা ভাঙা শীতল সময়ের ব্যথা!


তবুও চোখের ভাঁজে তাকিয়ে দেখেছো কতক্ষণ
সেই জমে থাকা বৃষ্টির মদির জলের মতো ফাউন্ডেশন-
তবুও বলো নাই ফিরে এসো-
বলো নাই থেমে গেছে যে কথা-


চোখের কোণে দেখিনি কখনো জল আমার উত্তরে--
শুধু মলিন হয়েছে প্রেম -
কঠিন হয়েছে ফিরে আসা
ভুলতে গিয়ে তুমি যেন নামহীন ফুলের গন্ধের মতো উড়িয়ে দিয়েছো হাওয়ায় -কোনো পরিত্যক্ত খোলা মাঠে—আমার মমতা...
তবুও তোমায় বড্ড মনে পড়ে" মিসোলা" মনে পড়ে…