আজ কেয়ামত প্রভাতে দাফন হয়েছে
সব পবিত্র মানুষ
পবিত্র আত্না আর শাশ্বত নির্বাচন।
প্রলয়যজ্ঞে আমন্ত্রিত হে বিচিত্র মানুষ,
হে মহীয়ান পৃথিবী।
আজ তোমাদের দেনা চেয়ে নিও মৃত্যুর পরে
যখন চমকায়িত বিজলীর নাত আরও দূরে যায় সরে।
প্রস্তুত সব আগ্নেয়গিরি, বিস্ফোরণের সাল
ঝড়ো উদ্দাম,শৈবালদিঘী উল্টায়েছে নবতাল।
নতুন বাচ্চা নিয়েছে জন্ম কালবোশেখীর ঝড়ে
চোখটা মেলেই মৃত্যু দেখে আপন আস্থা ফুঁড়ে।
পৃথিবীর মহা প্রলয়লীলা অগ্নিকান্ডে শেষ
একের পর এক তুলোর মতো উড়ছে মাতৃদেশ।
পতপত করে আগুন বাড়ে,অটবি পুড়িয়ে দেয়
স্রোতের সন্ধি কাগজখানি দুমড়ে মুচড়ে নেয়।
কে যায় কোথা, অস্ত্র পোঁতা, মহাবিশ্ব কাঁপে
বিরান মাঠে, মাথাটা নিচু অনসীম পরিতাপে।