আবুল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত কবি।যিনি জন্মেছেন খুলনায়।তার একটি কবিতা-''পোস্টার''।যে কবিতায় তিনি তুলে ধরেছেন পরিযায়ী শ্রমিকদের কথা,মেহনতি মানুষদের কথা।যাদের দ্বারা সভ্যতা গড়ে ওঠে।সেখানে তিনি তাদের কষ্টের কথাও তুলে ধরেছেন।একটি চরণ এমন,
''মাটিতে শিকড় গেড়ে যারা বেঁচে আছে
আধমরা হয়ে পাষাণের রসে বাঁচে।''
যেমনটা বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে।অনেক কষ্টে আছে এই পরিযায়ী শ্রমিকগুলো।আর আমাদের অত্যাচারে তারা অতিষ্ঠ।তাদের জন্য যে সাহায্যটুকু দেওয়া হচ্ছে তাও আমাদের বুভুক্ষু গর্ভে হজম হচ্ছে।অথচ এদের জন্যই আমাদের সভ্যতা টিকে আছে।কিন্তু আমাদের অত্যাচার আর জুলুমে ওদের অস্তিত্বটাই হুমকিতে।
''যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত
সৃষ্টির মাঝে নিয়োজিত দিনরাত'।''
আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।তাদের ক্ষতি করা নয়।কেননা এরাই সভ্যতার কারিগর।