আকাশের বুকে উড়ে চলে
শালিকেরা
রৌদ্রের রঙ ছেয়ে ফেলে
সবুজের মাঠ।
এখনও আঁধারে জেগে উঠে
কৃষকের তল্লাট;
ছায়ানিবিড় বৃক্ষরা পাতা নেড়ে
জানায় স্বাগতম
একাকী হেঁটে চলা আগন্তুককে।
সে জানে সবকিছু
মৃত্যু আর লাশের ইতিহাস।
এই বিশাল তটে ঘটে যাওয়া রক্তাক্ত কাহিনী
এখনো গেঁথে আছে বুকে
স্মৃতি হয়ে নয়
প্রতিশোধের জ্বলন্ত শিখা হয়ে।