আজ বাংলার পথঘাট,অলি-গলি রক্তাক্ত
ভোরের আলো ফোটার সাথে সাথে
লাশের সমাহার।
রক্ত ঝরছে চোখ থেকে কান্না নয়
দাঙ্গার নামে চলছে বিপর্যয়।
অপরাধ করে ছাড়া পেয়ে যায়
ক্ষমতার বলে
পয়সার কাছে বিক্রিত হয়
জানোয়ার হয়ে গেলে।
নিরীহ মানুষের আর্তচিৎকার শুনবার মতো কেউ নেই
অথচ অহর্নিশ স্বাধীনতার কথা বলা হয়
ন্যায্য অধিকারের কথা বলা হয়।
প্রতিবাদ,মিছিলের ঝড় উঠে
কিন্তু দিনশেষে অস্তমিত সূর্যের মতো
নুইয়ে পড়ে সবাই।
জাগ্রত বিপ্লবীর মতো দাঁড়ায়না কেউ
শত্রুর সামনে
তাহলে এই দেশটাকে বাঁচিয়ে রাখব কেমনে?
বিচার পায়না কেউ,শুধু আকাশের দিকে তাকায়
আহুতি দিচ্ছে কতশত আজ স্বাধীনতা নাম রাখায়।
আর নয় আত্নাহুতি,এবার শত্রুর সৎকার করব
সংগ্রামী হাতে
মৃত্যুর যন্ত্রণা টের পাবে
ঐ জালিমেরা একসাথে।