কারুকায মুছেনি বিশাল ক্যানভাস থেকে
বিশ্বময়ীরা এখানে রূপ গিয়েছে রেখে;
এই সোনার বাংলায়।
অমানিশা ঘিরেনি কখনো
সামনে চলেছে তখনো
যখন দেশদ্রোহীরা ছিন্ন-বিচ্ছিন্ন করতে চাইছিল এই ভূমি।
যখন জালিমেরা ছোট অপরাধে গর্দান কেটে দিত
উগ্রবাদী সন্ত্রাসেরা প্রাণ কেড়ে নিত।
চারিদিকে আবদ্ধতার দেয়াল
আর স্বৈরাচারের খামখেয়াল।
সবকিছুর মাঝেও এ বাংলা থেমে থাকেনি
এই বুকের মাঝে অন্ধকার রাখেনি।
কেননা এখনো প্রহরীর মতো জেগে আছে
শত শত বিদ্রোহী বাঙালী।
যাদের রক্ত ঐ অমর একুশ আর ৭১ এর
শহিদদের মতো।