ঘামের শরীরে নিরঞ্জন মুখখানা
ভাসে;কখনো হাসেনি চুপ থেকে গেছে সাব
যাওয়ার সময় ভাত নিয়ে যাবো,মুছে দিবো অভিশাপ।
প্রতিপন্ন,লাজুক মুখে বলে,আর ভেতরের ভাষী
কান্নার মতো শব্দ;আটকে আসে বিমুক্তির
শরীর ছুঁয়ে ছুঁয়ে।
দার-জামানতের বহু পয়সা, এখনো রয়েছে বাকী
ভোর থেকে ভোর না খেয়েই,এমনি রোজা রাখি।
বেলা যে হয়ে এলো শেষ
ছইয়ের নৌকা বাঁধিয়ে রেখেছি,আমাদের পরিশেষ;
ভগবান রেখেছে জীবন অনিশ্চিত;তবু
বাঁচায়ে রাখছে,হয়তো ফুরন কম
আবার আসব ফিরে তোমাদের কাছে
উসুলের পরিক্রম।
কেননা আমারা না জন্মালে
তোমাদের অহংকার দেখবে কে!!