জোয়ারে ভেসে আসা বালুকণা
একরাশ আলোয় তৃপ্ত জলরাশি
অক্লান্ত-দ্বিধাহীন সন্যাসী;
অসংখ্যা দুঃস্বপ্ন থেকে মুক্ত হতে পারেনি।
কখনো রক্তাক্ত রাজপথের কথা
কখনো স্বজন হারানোর সহস্র ব্যথা।
সাইক্লোন-সীমা নিংড়িয়ে
কিংবা ধ্বংসস্তুপ পেরিয়ে;
নিজেকে দেখতে পারেনি একটি সুশীল রাজ্যে।
আজন্ম অশ্রুর মাঝে লিখেছে
অন্যায়ের কথা,
দেশদ্রোহে ভরা জালিমের কথা।
পৃথিবীর বুকে অনুতপ্ত রাত্রির মতো
বিদগ্ধ এই মুসাফির।