অক্ষরের রক্তঝরা আহবান
পিছনে হটে যাওয়া বিপদের সীমা।
ক্লান্তির বিলীন হয়ে যাওয়া
সূর্যাস্তের সাথে
হৃদয়ের গভীরে অপেক্ষা
নতুন প্রাতে।
কখনো অশনি সংকেত
কখনো আলোকরশ্নির তীব্র প্রবাহ।
বিদগ্ধ নিঃশ্বাস বুক চিরে আসে
অশ্রুর ফোঁটা শুধু চোখে ভাসে।
স্বপ্নে মোড়া বাস্তবতার খাম
পথ পিছনে ফিরে বলে,থাম
আর শিখরের সন্ধান নেই।
বিদগ্ধ নিঃশ্বাসেই সীমাবদ্ধ
অপরাহ্নের প্রার্থনা।