ওরা গাইতে জানে একুশের গান
একাত্তরের আগে
চোখের পলক যদিও ভরে
রেখাপাত আর দাগে
অনুতাপ আর শত অভিমান
বুকচাপা করে আজ
ধীরপায়ে হেঁটে রক্তিমাভায় ,বসায়েছি খ্যাপারাজ।
কত কাজ আছে বাকী
বিশ্রামে কেন থাকি
ঘাম ঝেড়ে ফেলে সম্মুখপানে
সূর্যরা সব উঠ
ফুলতোড়া গেঁথে শহিদ মিনারে ,
আনবনা হারা ঝুট।
একাত্তরে হয়তো কোনো গান লেখা হয়নি
কিন্তু ইতিহাস লেখা হয়েছে
সহস্র শহিদের আত্নাকে অক্ষর বানিয়ে।