প্রাচীন কারাগার খুলে দেব গণজোয়ারের সামনে
উত্তাপ ছড়াবে রক্তমাখা পথে
আর ঐ পদব্রজে মুখরিত রাজপথে।
উন্মত্ত বিবেকের পর্দা ফাঁস করব আজ
জমিদারী নয়,আমানতদারী এখানে করবে রাজ;
আর সে আমানত হচ্ছে আমার সোনার বাংলা।
হতে দিবনা আর এই পতাকার অপমান
কেড়ে নিতে পারবেনা সম্মান,
এই ত্রিশ লক্ষ শহিদের দেওয়া সংবিধান।
উন্মোচিত হবে স্রোতের ভয়ঙ্কর রূপ
গর্দান কাটা যাবে সব জালিমের।
নীরব ঘাতক যারা হয়ে যাও সাবধান
নতুবা ভেঙে হয়ে যাবে খানখান।
এখানে লড়াই নয়,বাঙ্গালী নাম নিয়ে বাঁচি
ছিলাম '৫২,একাত্তরে আর এখনও আছি।
এখনও জেগে আছি আমরা বিপ্লবী হয়ে
পিছু হটিনি কখনো কোনো ক্ষমতার ভয়ে।