আসমান জুড়ে মেঘের ঘনঘটা
তখন শুনি যুদ্ধের গল্পটা।
সেনানীর মতো শত্রুর সম্মুখে
যারা ধ্বংস করে প্রচন্ড উন্মুখে;
মানুষ নামধারী অমানুষদের।
জলোচ্ছাসের মত ধেয়ে চলা
সব নির্মমতার শিকড় উপড়ে ফেলা;ঐ
সর্বজনীন বিদ্রোহী কাফেলা।
জীবনবাজি রাখে ৭১ আর ৫২'র
শহিদদের মতো।
দেখ এই আবছায়া বিকেলে
প্রার্থনারত ওরা
সবুজ মাটি যেন রক্তঝরা;
অম্লান সূর্যের মতো।