সেদিন পূর্বাকাশে রক্তিম সূর্যের
আলো ছড়ানো ছিল
শালিকের ডাক মুখরিত করেছিল
রঙিন মাঠ
হাওয়ায় দুলছিল সবুজ পাট।
সুঘ্রাণ ছড়িয়েছিল রজনীগন্ধারা
সেদিন এসেছিলো স্বাধীন পরম্পরা।
মুক্ত আকাশে বিহঙ্গেরা ডানা মেলে উড়েছিল
দেশের সৈনিকেরা তীব্র প্রতিবাদের কথা বলেছিল।
রক্ত বইয়েছিলো রাজপথে
এনেছিল স্বাধীনতা
স্থাপন করেছিল একটি ন্যায়ের পতাকা।