সে কি ব্যথা পায়?
নাকি ঠাঁয় দাঁড়িয়ে থাকা
বজ্রাঘাতে নিহত মানব।
ফিসফিসিয়ে চ্যালেঞ্জের কথা বলে যায়
সর্বভূক হঠাৎ করে আমাদের দেখা পায়।
আমরা তখন শিলাবৃষ্টির আঘাতে
নুইয়ে পড়েছি।
কাদা লেগে আছে হাতে,
কেননা একটু আগেই এসেছি
বিধ্বস্ত কুটির থেকে।
সে আসে, তার পিছু পিছু পিপীলিকা সারি
মরণযুদ্ধে ভাগ্যের মতো নাই কোনো
তরবারি।
দেবতারা মনে হয় প্রচন্ড অভিমানে।
তাইতো মাটির রঙ বদলায়নি,
বদলেছে আমাদের ব্যবচ্ছেদ।
বৃক্ষের মতো চুপ।
কেটে ফেললেও করিনা ক্রোধ
অগ্নিকুন্ড সংগী মোদের,অগ্নিকুন্ড বোধ।
মরছি তো মরছি
সাথে অভ্যূদয় আর নবপ্রজন্ম
গুঁড়িয়ে দিয়ে মরছি।
ইশারা হোক তর্জনী,
আমি দেখব বসে
শাহী মানবের লাল চামড়া
কেমনে পড়ছে খসে।


ছন্দের জাদুকর,অভিনব রূপকে মানবতার পক্ষে নিবেদিত কবি
শ্রদ্ধেয় ''বোরহানুল ইসলাম লিটন''কে কবিতাটি মর্যাদার সাথে উৎসর্গ করলাম।